বিশ্ব আজ বৈশ্বিক মহামারীর আঘাতে ক্ষতবিক্ষত। সাথে সাথে প্রতিটি মানুষের মন ও আশা নিরাশার দোলায় দুলছে। কি হবে? কি হতে পারে? কবে এমন দৈন্য দশা থেকে আমাদের উত্তরণ ঘটবে? দীর্ঘ সময় ধরে বিশ্ববাসী এই প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে চলছে। আমরা আশাবাদী সুদিন আসবেই । আজ আমাদের মনের যে অস্থিরতা তা নিরসনে অগ্রণী ভূমিকা রাখতে পারে সৃজনশীল দৃষ্টিভঙ্গি । আমাদের যার যার নিজস্ব অবস্থান থেকে সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত হয়ে নিজের উত্তরণ তথা মনের উর্বরতা আনতে সচেষ্ট থাকতে হবে। সময় একই নিয়মে চলে না। সময় এর গতি পরিবর্তনশীল। হয়তো আমরা কেউ এমন সময়ের জন্য প্রস্তুত ছিলাম না। মুক্ত বিহঙ্গের মতো ছুটে চলা জীবনের এমন ছন্দপতন সহজে মেনে নিতে চাই না আমরা। কিন্তু আমরা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করার মানসিকতাকে দূরে সরিয়ে রাখব কেন ? দুঃসময় হলো নিজেকে চেনার বিরাট একটা শিক্ষা । আমরা খারাপ সময় থেকে অনেক কিছু শিখেছি এটাও কম পাওয়া নয়। এখনো সমাজে কিছু মানুষ আছে যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত হয়ে মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা একমাত্র নিজেকে পরিবর্তনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে পারি। তাই আসুন সৃজনশীল দৃষ্টি ভঙ্গি নিয়ে আমরা পৃথিবীর পরিবেশ সুস্থ করে তুলি। পৃথিবীর সুন্দরতম রূপ মনের আলোয় দেখার মানসিকতা তৈরি করি।