প্রতিটা মৃতমুখে আত্মজিজ্ঞাসা ফুটে থাকে, লাশ হয়ে। লাশের জীবন সহজ, জীবিতের জটিল। ফলে, পরকে সামান্য, তার চেয়ে কম নিজেকে চিনতে না পেরে পরম ছুঁতে চাই। ছুঁতে গিয়ে বনে উচ্ছন্নে যাই, বনে গিয়ে দেখি, পাখিদের মধ্যে পাখি হয়ে ওঠার কোনো শিক্ষা নাই।
সাইদ শ’ | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ