সু চি অবৈধভাবে সোনা ও ৬ লাখ ডলার নিয়েছেন, বলছে জান্তা

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ক্ষমতায় থাকাকালে অবৈধভাবে সোনাসহ ছয় লাখ ডলার গ্রহণ করেছেন বলে দেশটির সামরিক জান্তার একজন মুখপাত্র জানিয়েছেন। এই তথ্যটি যাচাই করা হয়েছে এবং এবং এ বিষয়ে অনেক লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গতকাল বৃহস্পতিবার রাজধানী নেপিডোতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্ট ও মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও দুর্নীতিতে জড়িত ছিলেন বলে দাবি করেছেন তিনি। নির্বাচনে অনিয়ম হয়েছে, সামরিক বাহিনী এমন অভিযোগ আমলে না নিতে উয়িন মিন্ট মিয়ানমারের নির্বাচন কমিশনকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন এ ব্রিগেডিয়ার। খবর বিডিনিউজের।
১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত নেত্রী সু চি ও প্রেসিডেন্ট উয়িন মিন্টকে গ্রেপ্তার করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। পুরে সু চির দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনএলডি) আরও অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তারা কারাবন্দি আছেন। গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এনএলডি বড় ধরনের জয় পেয়েছিল। কিন্তু দলটির জয়ের স্বীকৃতি না দিয়ে নির্বাচনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলে সামরিক বাহিনী। এই অভিযোগ সামনে রেখেই শেষ পর্যন্ত ক্ষমতা দখল করে তারা।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৯
পরবর্তী নিবন্ধএবাদত ও এখলাসের জৌলুশ সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.)