‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং শুরুর আগে অভিনেতা আফরান নিশোর হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। ফলে সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে না বলে জানিয়েছেন নিশো। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ চরিত্রে হাজির হয়ে ‘সুড়ঙ্গ ২’ সিনেমার ইঙ্গিত দিয়েছিলেন নিশো। এরপর থেকেই সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে, তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন নিশো। এর মধ্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাওয়ার পর ‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফের নিশোর কাছে জানতে চান শিক্ষার্থীরা। তখন নিশো বলেন, সুড়ঙ্গ ২ কবে আসবে সেটা এখনো আমরা জানি না। রাফির সঙ্গে আমার কাজটি নিয়ে পরিকল্পনা চলছিল, কিন্তু পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে, স্পাইনে সমস্যা আছে। পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে এবং ফিট হতে আমার একটা সার্জারি করাতে হবে। এরপর মজা করে নিশো বলেন, এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তুমি তো খুড়া, পা ভাঙা। অসুস্থতা নিয়েও এর মাঝে কাজ চালিয়ে গেছেন নিশো। গত জুন মাসে রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছিল। এ বছরের শেষ দিকে শুটিং শুরু হয়ে আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। ‘দম’ সিনেমা নিয়ে আগাম শুভেচ্ছা চেয়েছেন এই অভিনেতা। খবর বিডিনিউজের।
নিশো বলেন, “দম সিনেমার জন্য আপনাদের শুভকামনা চাইব আমি, প্রথমবারের মত সার্ভাইভাল ইনস্পিরেশনাল ধরনের একটি সিনেমা হতে যাচ্ছে, আপনাদের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।”