চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেছেন, লিভার মানুষের শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের সুস্বাস্থ্যের জন্য লিভারের সুরক্ষার কোনো বিকল্প নেই।
তাই লিভার কেয়ার সোসাইটি লিভার রোগ প্রতিরোধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সচেতন করা এবং হেপাটাইটিস ভাইরাস শনাক্ত, টিকা প্রদান ও হেপাটাইটিস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। আগামীতে এ জাতীয় কর্মসূচির পরিধি আরও বাড়বে। লিভার রোগ বিষয়ে সচেতনতা তৈরি ও সেবামূলক সংস্থা চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির প্রথম সাধারণ সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গতকাল শুক্রবার নগরীর চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস গ্রাউন্ড কনফারেন্স হলে অনুষ্ঠিত সাধারণ সভা সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. তারেক শাম্স।
বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সোসাইটির কার্যকরী সদস্য র্যাংকস এফসি প্রপার্টিজের সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, চট্টগ্রাম সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ওয়াহিদুল আলম, সিলেট সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল হক, ব্যবসায়ী নাসের উদ্দিন, মাহমুদুল্লাহ পল্লব প্রমুখ।
সভায় সোসাইটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ ডা. এনামুল হক। সভায় সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।