ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, আলহাজ্ব আব্দুস সবুর খান ছিলেন ইসলামের মূলধারা সুন্নীয়তের একজন মহান সেবক। ইসলামী আদর্শের সমপ্রসারণ ও বিস্তৃতিতে তাঁর অবদান অনস্বীকার্য। এ ত্যাগী ব্যক্তিত্ব সুন্নীয়তের রাজনৈতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। জাতীয় জীবনে একটি সুস্থ সমাজ বিনির্মাণে তাঁর অনবদ্য ভূমিকা প্রজন্মকে উদ্দীপ্ত করবে নিঃসন্দেহে। সুন্নীয়তের রাজনৈতিক অঙ্গনে তাঁর শূন্যতা পূরণ হবার নয়। ইসলামিক ফ্রন্টের উদ্যোগে গতকাল বুধবার মোমিন রোড সালমা ভবনস্থ কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবদুস সবুর খানের স্মরণসভায় বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের সভাপতিত্বে সভায় আরা বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা আবদুল মান্নান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা জাকির হোসেন, তারেক বিন আহমদ, আবদুল্লাহ ইকবাল প্রমুখ। শেষে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।