চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, একজন সুস্থ মা পারে সুস্থ প্রজন্ম উপহার দিতে। দেশের অনগ্রসর নারীদের উন্নয়নের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গঠন করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। গতকাল সোমবার সকালে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলা ওয়ারলেস স্কুলে এলআইইউপিসি-ইউএনডিপি আয়োজিত গর্ভবতী মায়েদের ফুড বাস্কেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকার বিভাগ পরিচালিত ও ইউএনডিপি-ইউকেএইড’র সহায়তায় বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে চসিক। এর আলোকে ১৩নং ওয়ার্ডের গর্ভবতী মায়েদের পুষ্টি খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রকল্পে নিবন্ধিত মোট ২ হাজার ৩শ ৭৪ জনকে প্রতিমাসে ১ লিটার ভোজ্য তেল, ৩০টি ডিম ও ১ কেজি করে ডাল দেওয়া হবে; যা চলবে প্রায় ১ হাজার দিন। অনুষ্ঠানে প্রকল্পের টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান, আর্থ-সামাজিক ও পুষ্টি বিশেষজ্ঞ মোহাম্মদ হানিফ, টাউন ফেডারেশনের চেয়ারম্যান কোহিনুর আকতার, মহানগর যুবলীগ সদস্য আবু বক্কর সিদ্দিক, এয়াকুব আলী মজুমদার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।