‘সুস্থ প্রকৃতির সুন্দর পৃথিবী গড়তে সচেতনতার প্রসার অপরিহার্য’

ওব্যাট হেল্পার্সের পরিবেশ মেলা আয়োজন

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

নগরীর খুলশী ওব্যাট জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে গতকাল পরিবেশ মেলা সম্পন্ন হয়েছে। ওব্যাট হেল্পার্স’র উদ্যোগে সংগঠনটির কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী ও প্রাবন্ধিক নেছার আহমেদ খান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সাংবাদিক মো. মাজহারুল ইসলাম রানা, ওব্যাট হেল্পার্সের প্রজেক্ট অফিসার মোজাম্মেল হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান বলেন, সরকারি উদ্যোগ এবং নাগরিক প্রয়াসে পরিবেশ সচেতনতা বাড়ছে। প্রাকৃতিক পরিবেশ মানুষকে অঙিজেনসহ অফুরন্ত সুবিধা প্রদান করে, যার বিরাট অর্থনৈতিক মূল্যও বিদ্যমান। সুতরাং প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সকলের সক্রিয় ভূমিকা প্রয়োজন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিবেশমনস্ক নাগরিকরুপে গড়ে তুলতে পারলে সুস্থ প্রকৃতির সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী আইডিয়াল স্কুলে ফল উৎসব
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে জাপানী বিশ্ববিদ্যালয়ের গবেষক