আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে জামালখান সিনিয়রস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকরা চট্টগ্রামের সুষম উন্নয়নের জন্য সকল সেবাধর্মী সংস্থার মধ্যে সমন্বয়সাধন অত্যন্ত জরুরি বলে উল্ল্লেখ করেন। বর্তমানে পুরো নগরী মশার নগরীতে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশন মশা নিধনে ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের দাবির সাথে একমত পোষণ করে আওয়ামী লীগ নেতা বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে হলে সিটি গভর্মেন্টের বিকল্প নেই। সিটি কর্পোরেশনের মাধ্যমে সকল সেবা সংস্থাগুলোকে সমন্বয় করতে হবে। এখন সমন্বয়ের অভাবে যে উন্নয়ন হচ্ছে তা টেকসই হচ্ছে না। বরং জনগণের দুর্ভোগ বাড়ছে।
মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা আগামীতে কেমন চট্টগ্রাম দেখতে চান এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ ও পরিকল্পিত নগরী গড়তে সাংবাদিকদের পরামর্শ চান। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর ইশতেহারে চট্টগ্রাম নগরের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কী কী বিষয়ে প্রাধান্য দেওয়া প্রয়োজন সে বিষয়ে পরামর্শ চাইলে সাংবাদিকরা চট্টগ্রামের বিভিন্ন দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরেন এবং চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা দেন।
এই মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কোষাধ্যক্ষ সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে মতামত প্রদান করেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব কাজী মহসিন, হাসান ফেরদৌস, মঈনুদ্দিন দুলাল, সৈয়দ আবদুল ওয়াজেদ, লতিফা আনসারী রুনা।
উল্লেখ্য, আজ শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।