চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে গতকাল শনিবার নিষ্ঠা ফাউন্ডেশন ও আলোর দিশা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসা, রক্তের গ্রুপ–ডায়বেটিস–ব্লাড প্রেশার নির্ণয়, অক্সিজেন সিলিন্ডার পরিচালনা, সর্পদংশনে করণীয় এবং লাশ গোসল–কাফন–দাফন বিষয়ক কর্মশালা নিষ্ঠার প্রতিষ্ঠাতা ও জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মান্নান। প্রশিক্ষণ প্রদান করেন আরএমও ডা. কাজী মোঃ আশিক আমীন, সিনিয়র স্টাফ নার্স মঞ্জু রাণী দাস, মাওলানা আতাউল করিম, অরিজিৎ দত্ত, মাকসুদুল আলম, ফারজানা জাহান, কৃষ্ণকলি মজুমদার। উপস্থিত ছিলেন শওকত আল আমিন, আজীবন সদস্য লতিফা মোহাম্মদ, এম এ সবুর, পিআরও আসিফ মাহমুদ, নুরুল করিম প্রমুখ। এতে বক্তারা বলেন, সুশৃঙ্খল ও সচেতন জাতি গড়তে প্রশিক্ষিত প্রজন্ম প্রয়োজন। জনগণ স্বাস্থ্যসচেতন না হলে সুস্বাস্থ্য আশা করা যায় না। সচেতনতার জন্য চিকিৎসক হওয়া আবশ্যক নয়, স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।
সভাপতির বক্তব্যে ড. নুর হোসাইন নিষ্ঠা ফাউন্ডেশন ও আলোর দিশা ফাউন্ডেশন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। নিত্য প্রয়োজনীয় ও প্রাথমিক চিকিৎসা ও করণীয় সম্পর্কে যুবক–যুবতীদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা রীতিমত কর্মশালার আয়োজন করে আসছি। সুশিক্ষা ও সুস্বাস্থের অধিকারী জাতি গঠনের সহযোগী হিসেবে কাজ করা আমাদের মূল লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।