সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় কাজ করতে হবে

আলোচনা সভায় লায়ন হাকিম আলী

| রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে শিক্ষার্থীদের সবাইকে আদর্শ নাগরিক হয়ে ওঠার আহ্বান জানিয়ে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় কাজ করে যার যার অবস্থান থেকে আত্মমর্যাদার জায়গা প্রতিষ্ঠা করতে সচেষ্ট থাকবে হবে সবাইকে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সজাগ থাকতে হবে। সাথে অটুট থাকতে হবে পারস্পারিক ঐক্য। চবিকর্ণফুলী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে গত ২৯ মার্চ উপজেলার চরপাথরঘাটা আজিমহাকিম স্কুলের পাশে হল টোয়েন্টিওয়ান মিলনায়তনে ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী।

প্রধান আলোচক ছিলেন চবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুফতী মুহাম্মদ নূর হোসাইন, বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের হেড অব সেলস (চট্টগ্রাম অঞ্চল) আবদুর রহিম, ইউনেস্কো লিমিটেডের কাস্টমার সার্ভিসের ম্যানেজার, মো. গিয়াস উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, চবি কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের উপদেষ্টা যথাক্রমে মো. কামরুল ইসলাম পাভেল, মোহাম্মদ সাইফুদ্দিন, ইব্রাহীম মাহমুদ, হুজ্জাতুল ইসলাম শহিদ, মোহাম্মদ জসিম, বিশ্ববিদ্যালয় কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাবেক সভাপতি কামরুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাসেম, অ্যালামনাই পরিষদ সদস্য বিমল দে ও হাসান মারুফ ফাহিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব ছড়ারকূলে বদর দিবসে ক্বিয়ামুল লাইল মাহফিল
পরবর্তী নিবন্ধশাহ এমদাদীয়ার তাসাউফ সংলাপ ও ইফতার মাহফিল