সুর সঞ্চারী সংগীত বিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

| বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

সুর সঞ্চারী সংগীত বিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ১০ মার্চ জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কলামিস্ট ফজল আহমদ। সুর সঞ্চারী সংগীত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দলীয় পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

দলীয় ও একক পরিবেশনায় ছিলেন কাকলী দাশগুপ্তা, সুকুমার দে, সৌম্য দাশ, অষ্মি, ঋষিকা, শ্রেয়া, পাবন, পূর্ণা, আকাঙ্ক্ষা, কংকন, বৈশালী, চৈতিকা, দিপ্তি ও অর্পিতা। তবলা সঙ্গতে ছিলেন কাব্য দাশ। কিবোর্ডে অভিষেক দাশ, বেস গিটার সৌম্য দাশ ও অক্টোপ্যাডে সজীব।

এর আগে কবি আশীষ সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন কলামিস্ট ড. মুহম্মদ মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কবিশিশু সাহিত্যিক অরুণ শীল, শিল্পী সুকুমার দে, অধ্যক্ষ রতন দাশগুপ্ত, লায়ন সুজিত দাশ অপু ও কবি কতুব উদ্দিন বখতেয়ার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠক সজল দাশ। প্রধান বক্তা ছিলেন আবৃত্তিকার সজল চৌধুরী। অনুষ্ঠান তত্ত্বাবধান ও সংগীত পরিচালনায় ছিলেন কণ্ঠশিল্পী কাকলী দাশগুপ্তা। সঞ্চালনায় ছিলেন সোমা মুৎসুদ্দি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাটক ও গান নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে ‘মেঠোপথ’
পরবর্তী নিবন্ধবাঁশখালীর পুকুরিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন