‘সুরের ভুবনে’ ইউটিউব চ্যানেলের ১ম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২১’র সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার কদম মোবারক এম.ওয়াই (বালক-বালিকা) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সুরের ভুবনে ইউটিউব চ্যানেলের চেয়ারম্যান অধ্যক্ষ রতন দাশগুপ্তের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন বিজয়-৭১ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. মোহাম্মদ আইয়াছ সিকদার। রুমা বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ সুজন বন্ধু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন সারা চাক্মা, মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, মো. মাসুদুর রহমান, কাকলী দাশগুপ্তা, সিবলী সাদেক কফিল।
এসময় বক্তারা বলেন, শিল্প সাহিত্য হচ্ছে একটি দেশের শক্তিশালী মাধ্যম। যার মাধ্যমে বিশ্বে কাছে অতি সহজে পরিচিতি লাভ করা সম্ভব। রাজনীতির সাথে সংস্কৃতির একটি যোগসূত্র রয়েছে। আমরা ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে সংস্কৃতিকর্মীদের ভূমিকা লক্ষ্য করে আসছি। যেই দেশের সংস্কৃতি যত সমৃদ্ধ সেই দেশ ততই উন্নত। প্রেস বিজ্ঞপ্তি।