সুরধ্যানের শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

সুরধ্যানের’ আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা প্রতিষ্ঠানের সভাপতি চবি অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদীর সভাপতিত্বে গত ৩০ মে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আর্য্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ উস্তাদ মিহির লালা। এরপরেই সুরধ্যানের শিক্ষার্থীবৃন্দের রাগ ইমনের বন্দীশ ‘শাম বাজায়ে আজ মুরলীয়া’ মধ্য দিয়ে সমবেত খেয়াল পরিবেশিত হয়। স্বাগত রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রিটন কুমার ধর। প্রধান অতিথি ছিলেন বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ ও কলকাতা থেকে আগত সঙ্গীতরত্ন মধুমিতা চ্যাটার্জী। বক্তারা বলেন, বিশ্বের এই অস্থির প্রেক্ষাপটে সঙ্গীতের মাধ্যমেই মানুষকে সুন্দর ও মানবিকতার মন্ত্রে দীক্ষিত করা যায়। শিক্ষার্থীরা সুরের ধ্যানে নিমগ্ন হওয়ার যে দীক্ষা পাচ্ছে তাতে ওরা অদূর ভবিষ্যতে সুন্দর, বাসযোগ্য ও একটি মানবিক পৃথিবীর স্বপ্ন দেখতে শিখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের সভা
পরবর্তী নিবন্ধসিওসি ৮৬’ মাসিক সভা