সুরকার ও সংগীত পরিচালক সৈয়দ মহিউদ্দিন স্মরণে সভা

| শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক সৈয়দ মহিউদ্দিনের মৃত্যুতে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার উদ্যোগে এক শোক সভা সম্প্রতি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

শোক সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির, কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, রমনা মডেল থানা (ডিএমপি) অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সংগীত শিল্পী আবদুর রহিম, কায়সারুল আলম, সনজিত আচার্য্য, কল্যাণী ঘোষ, মানস পাল চৌধুরী, কাবেরী সেন গুপ্তা, ছড়াকার আ ফ ম মোদাচ্ছের আলী, গীতিকবি আনিস আহমেদ বাচ্চু, মোঃ ওবায়দুল্লাহ, সাংস্কৃতিক সংগঠক আবদুল হালিম দোভাষ, সাংবাদিক মনজুর কাদের মন্‌জু, সুমন দেবনাথ, নাট্যকর্মী স্বপন মজুমদার, কবি স.ম বতেয়ার, সংগীত শিল্পী তাপস বড়ুয়া, গীরিজা রাজবর, দীপেন কান্তি চৌধুরী, ফরিদ বঙ্গবাসী, কবি শাওন পান্থ, শিল্পী সুবর্ণা রহমান, শাহরিয়ার পারভীন রোজী, ইকবাল পিন্টু, দিদারুল ইসলাম, আবছার উদ্দিন অলি, শিমুল শীল, প্রেম সুন্দর বৈষ্ণব, অ্যাড. কাইছার উদ্দীন, ইলিয়াছ ইলু, গীতা আচার্য্য, মোস্তাফিজুর রহমান, নাদিরা পারভীন পারুল, কানু চক্রবর্তী, তমাল চক্রবর্তী রুবেল, শাহিন রহমান, উম্মে জাহান, সামিনা ছাফা চৌধুরী, এনায়েত সানী, শামছুল হায়দার তুষার, কথা চৌধুরী, নীলিমা বিশ্বাস, শিলা চৌধুরী, শিমলী দাশ, হোসাইন শরীফ, পিংকী চক্রবর্তী, মো. মহিউদ্দিন, প্রিন্স রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুটিংয়ে গুরুতর আহত অপূর্ব
পরবর্তী নিবন্ধআম্বানিপুত্রের বিয়ের অনুষ্ঠান চলবে তিন দিন ধরে, এসেছে কার্ড