সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে

সেলাই মেশিন বিতরণে লায়ন্স জেলা গভর্নর

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৯ পূর্বাহ্ণ

লায়ন্স জেলা গভর্ণর আল সাদাত দোভাষ বলেছেন সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। দুঃস্থ মহিলারা যাতে কর্মক্ষম দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হয়, সেক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি সচেতন মহলেরও এগিয়ে আসা প্রয়োজন। পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তুলতে পারলেই প্রত্যাশিত সমাজ গড়ে উঠবে। লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রীন সিটির উদ্যোগে সুবিধাবঞ্চিত কর্মমুখী মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নগরীর খুলশীস্থ লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সুবিধাবঞ্চিত কর্মমূখী মহিলাদের মাঝে বিনামূল্যে ৬টি সেলাই মেশিন বিতরণ এবং এক অসহায় পরিবারের ২জন মেধাবী ছাত্রীদের লেখাপড়ার সহযোগিতায় ২০ হাজার টাকার নগদ চেক অনুদান প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর (ইলেক্ট) লায়ন মো. এম. মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারী লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, লায়ন ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান, লায়ন আলহাজ আশরাফ উল্লাহ লায়ন তারেক কামাল, লায়ন মোহাম্মদ সাইফুল ইসলাম, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন সৈয়দা সালেহা পারভীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের লোকগান এবং মহি-আল-ভাণ্ডারী
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে এভারকেয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ