প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সুবর্ণচর নোয়াখালী জেলার অনিন্দ্য সুন্দর একটি উপজেলা। মনোহর মেঘনার জলের আদ্রতায়, পলিমাটির সৌরভে নানাবিধ ফুল ও ফসলে সমারোহ সুবর্ণচরে। কৃষি এখানের মানুষের জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু, অতি দুখের বিষয় হলো এই উপজেলার অধিকাংশ রাস্তাগুলো মাটির তৈরি, পিচঢালা রাস্তার সংখ্যা একেবারেই নগণ্য। বৃষ্টি হলেই মাটির রাস্তাগুলোতে কাদা হয়ে যায়। যানবাহন চলাচল করতে পারে না। এমনকি, মানুষ পায়ে হেঁটে যেতেও কষ্ট হয়ে যায়। এছাড়া পিচঢালা যে কয়েকটি রাস্তা আছে সেগুলোর অধিকাংশ ভেঙে–চুরে গেছে। ফলে সহজে যানবাহন চলাচল করতে পারে না, ফুল ও ফসল বিপণন ও বাজারজাত করা যায় না। অনেক কৃষিপণ্য নষ্ট হয়ে যায়। এই রাস্তাগুলোর কারণে প্রতিনিয়ত কৃষকদের যেমন ক্ষতি হয়, তেমনি জনগণেরও ভোগান্তি সৃষ্টি হয়। সুবর্ণচরের রাস্তাগুলো সংস্কার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহাম্মাদ রিয়াদ উদ্দিন
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।