সুফী লোকসংগীত শিল্পী গোষ্ঠীর অভিষেক

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

লোকসংগীতকে শুদ্ধ, আদি ও অকৃত্রিমভাবে উপস্থাপন বিশেষ করে মাইজভাণ্ডারী সংগীতকে সঠিক পরিচর্যার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে ‘সুফী লোকসংগীত শিল্পী গোষ্ঠী’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ৫টায় চান্দগাঁওয়ের একটি রেস্টুরেন্টে উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোষ্ঠীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বার্তা পাঠান প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ম.)। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক মো. আব্দুর রহিম ও শাহজাদা-এ গাউসে হাওলাপুরী সৈয়দ শামসুল আবেদীন তারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোষ্ঠীর এডহক কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন জাকির। উপস্থাপনায় ছিলেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শেখ ফয়সল করিম মাইজভাণ্ডারী। অনুষ্ঠানে গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাদা সৈয়দ আদিল মাহবুব আকবরী গোষ্ঠীর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে গ্রেপ্তার প্রায় ৫০০
পরবর্তী নিবন্ধমেহেদী হোসেন