২৪ নং উত্তর আগ্রাবাদ পশ্চিম রংগীপাড়া নিবাসী সাবেক ইনকাম ট্যাক্স কর্মকর্তা মো. নুর উদ্দীনের সহধর্মিনী মোছাম্মৎ সুফিয়া বেগম গত রোববার রাত ৯টায় নিজ বাসস্থানে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, ২ পুত্র, ২ কন্যা ও নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন, গুণগ্রাহী রেখে যান। গত সোমবার সকাল ৯টায় রংগীপাড়া নতুন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মসজিদ সংলগ্ন পুকুরের পূর্বপাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিজিএমইএ চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দসহ প্রমুখ ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।