সুফিবাদের অনুশীলনে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব

আল্লামা রুমি সোসাইটির সেমিনারে অভিমত

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

আল্লামা রুমি সোসাইটির উদ্যোগে ৩৫৭তম মাসিক সেমিনার চট্টগ্রাম নগরীর লালখান বাজার রুহ আফজা কুটিরে সংগঠনের মহাসচিব সৈয়দ মোহাম্মদ সিরাজদ্দৌল্লার সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। এতে বাংলার রুমি খ্যাত সূফি সাধক সৈয়দ আহমদুল হক (🙂 কতৃক লিখিত ‘ধর্ম ও সাম্প্রদায়িকতা’ বিষয়ক প্রবন্ধ পাঠ করেন শিক্ষাবিদ অধ্যাপক নিলুফার শামসুদ্দিন। এড. সৈয়দ ইমরান খানের সঞ্চালনায় সম্পন্ন সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজসেবী ও উদ্যোক্তা দাউদুজ্জামান শাহেদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিকর্মী শহিদুল ইসলাম খোকন, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান একিউএম মোছলেহ উদ্দিন, কবি মিফতাহুল ইসলাম, এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য কাইয়মুর রশিদ বাবু, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, সাধারণ সম্পাদক এহতেশামুল হক প্রমুখ। প্রধান অতিথি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সৈয়দ আহমদুল হক (🙂 জ্ঞান সাধনা, রুমির প্রেমময় দর্শনের প্রসার, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের অনুসারীদের মধ্যে সম্প্রীতিবোধ জাগরণে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন। অধ্যাপক নিলুফার শামসুদ্দিন বলেন, পারস্পরিক হিংসা বিদ্বেষ পরিহার করে মূল্যবোধকে সমুন্নত করে আমাদের এগোতে হবে। সুফিবাদের অনুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধমেখল পুণ্ডরীক ধাম পরিদর্শনে ফরহাদ মজহার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যায় রেকর্ড