সুপ্রভাত

কে আর ইউ এম সামশুল আরেফিন | শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

আহ্‌ কী নরম তুলতুলে। ঠিক সদ্য প্রসূত নবজাতকের মত। কিছুক্ষণ আগে রাতের গর্ভ থেকে আজকের এই দিনটার জন্ম। ভোর নামের এই শিশু দিনটি কী চমৎকার স্নিগ্ধতা মাখানো! সুবহে সাদিকের আবছা আলোয় আকাশে ডানা ছড়িয়ে দিয়েছে ঝাঁকেঝাঁকে পাখি। কী আশ্চর্য! এগুলোকে কে এভাবে ভাসিয়ে রাখে আকাশে! আশে পাশে আরো অসংখ্য পাখির কলকাকলিতে অদ্ভুত এক সুরের মূর্ছনা-যেন নবজাতক ভোরকে স্বাগত জানাচ্ছে। আস্তে আস্তে পূর্ব আকাশে জেগে উঠা সূর্যের সোনালী আলো স্নিগ্ধ নরম তুলতুলে ভোরকে স্নান করিয়ে দিয়ে যেন বলছে-সুপ্রভাত।

পূর্ববর্তী নিবন্ধএকুশে ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধআমাদের চেতনা ও শহীদদের আত্মত্যাগ