ঘরোয়া ক্রিকেটে তারকা ক্রিকেটাররা খেলা মানে লিগ বা টুর্নামেন্টের ইমেজ অনেকখানি বেড়ে যাওয়া। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সব তারকা ক্রিকেটারই অংশ নিয়েছে। এরই মধ্যে গতকাল শেষ হয়েছে লিগের প্রথম পর্ব। এবার শুরু হবে সুপার লিগ। কিন্তু সে সুপার লিগে থাকছেন না দুই সেরা ক্রিকেটার সাকিব এবং তামিম। প্রথম পর্ব খেলেই পরিবারের সাথে সময় কাটাতে আমেরিকা চলে যাচ্ছেন সাকিব। অপরদিকে তামিম খেলছেন না ইনজুরির কারণে। সাকিব আল হাসানের সঙ্গে শুধুমাত্র লিগ পর্ব পর্যন্তই মোহামেডান চুক্তি করেছিল। সেই মোতাবেক গতকাল বৃহস্পতিবার গাজী ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচটিই তার শেষ ম্যাচ। এরপর লিগের আর কোন ম্যাচে অর্থাৎ সুপার লিগ পর্বে তাকে পাওয়া যাবে না। আমেরিকা থেকেই সিরিজ খেলতে জিম্বাবুয়েতে দলের সাথে যোগ দেবেন সাকিব। এদিকে গত বেশ কয়েকদিন যাবত হাঁটুতে ব্যাথা অনুভব করছেন বাংলাদেশের ওয়ানডে দলপতি। ব্যথা তীব্র না হলেও যতটুকুই আছে তাতে ফিল্ডিং এবং রানিং বিটুউইন উইকেটে তার সমস্যা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে তার ন্যুনতম দুই সপ্তাহ লাগবে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে চলতি মাসের শেষে দেশ ছাড়তে হবে টাইগারদের। তাই সে বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে জাতীয় দলের ওয়ানডে দলপতিকে। গতকাল বৃহস্পতিবার তামিম ইকবাল নিজেই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, গত বেশ কয়েকদিন ধরে আমি আমার হাঁটুতে ব্যথা অনুভব করছি। বিশেষ করে ফিল্ডিং এবং রানিং বিটুউইন দ্য উইকেটে ব্যথাটি বেশি অনুভব করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের সঙ্গে আমি পরামর্শ করেছি তারা আমাকে বিশ্রামে থাকতে বলেছেন। আপনারা জানেন যে আর দুই সপ্তাহ পর আমাদের জিম্বাবুয়েতে সিরিজে খেলতে যেতে হবে। এই সময়টা আমার জন্য বিশ্রামে থাকা জরুরি।