আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাগল হয়ে গেছে। তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা সুপার ফ্লপ। তাদের ১০ ডিসেম্বর সুপার ফ্লপ, টার্গেট মিস। তাই এখন বেপরোয়া কথাবার্তা বলছে। তাদের অবস্থা বেপরোয়া চালকের মতোই বেপরোয়া। কখন যে এক্সিডেন্ট ঘটায় বলা মুশকিল। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সমালোচনা করে কাদের বলেন, আমরা কোয়ার্টার ফাইনালে গোল দিয়েছি। সেমিফাইনালেও গোল দেব। ফাইনালেও আমরাই জিতব। ফাইনাল মানেই নির্বাচন। জিয়াউর রহমানকে পঁচাত্তরের মাস্টারমাইন্ড দাবি করে তিনি বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী এনে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করার আইন করে মাস্টারমাইন্ডের পরিচয় দিয়েছেন এই জিয়া। সেদিন যদি বঙ্গবন্ধু হত্যা না হতো, তাহলে আরেকটি চক্র জিয়াউর রহমানকে হত্যার সাহস পেত না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ভাগ্যক্রমে পঁচাত্তরে শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন। ২১ আগস্টও শেখ হাসিনাকে হত্যার জন্য তাঁর উপর গ্রেনেড হামলা হয়েছে। এর মাস্টারমাইন্ডও তারেক।
তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলেই দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, মাতারবাড়ীতে বন্দর ও কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। দলীয় নেতাদের সমালোচনা করে কাদের বলেন, আওয়ামী লীগে বসন্তের কোকিলের দরকার নেই। কেউ দলের নামে অপকর্ম করবেন না। মনে রাখবেন সাধারণ মানুষ ভয়ে আপনাদের কিছু বলে না। কিন্তু মানুষ সব জানে ও বোঝে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, প্রশান্ত ভুষণ বড়ুয়া, মাহাফুজুল হায়দার রোটন প্রমুখ।
সম্মেলনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, বিএনপিকে যারা চিনে না তারা কবরস্থানও চিনে না। বিএনপি যে হাত দিয়ে আক্রমণ করবে তা ভেঙে দিতে হবে-এটা শেখ হাসিনার কথা। বিএনপির সন্ত্রাসকর্ম প্রতিহত করতে শেখ হাসিনার এই নির্দেশ মেনে চলতে নেতা- কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, শেখ হাসিনা যতদিন সুস্থ থাকবেন ততদিন তিনি জনগণের ভালোবাসা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এই আস্থা রাখা যায়। দেশের মানুষের আস্থা আছে, শেখ হাসিনা ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় যাবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন।












