সুপার ফোর পর্বে রাইজিং জুনিয়র ও সীতাকুণ্ড উপজেলা

১ম বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৬ মে, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে রাইজিং স্টার জুনিয়র সুপার ফোর পর্বে উত্তীর্ণ হয়েছে। গতকাল রোববার সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ৭ম রাউন্ডের খেলায় তারা অফিস দল বাংলাদেশ রেলওয়েকে ৫ উইকেটে হারিয়ে দেয়। এ জয়ে তারা ৬ খেলা শেষে ১৩ পয়েন্ট অর্জন করেছে। সমান খেলা শেষে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থাও ১৩ পয়েন্ট পেয়েছে। ফলে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দুটি দল রাইজিং স্টার জুনিয়র এবং সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা সর্বাধিক পয়েন্ট পেয়ে লিগের সুপার ফোর পর্বে খেলবে। গতকাল টসে জিতে রাইজিং জুনিয়র প্রথম ব্যাট করতে পাঠায় রেলওয়েকে। রেলওয়ে নির্ধারিত ৩৮ ওভার খেলে ১৫৫ রানে সব উইকেট হারায়। দলের অধিনায়ক মাহবুবুল আলম ৮ নম্বরে নেমে ৭১ বলে ৫৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। তিনি ৩টি চার এবং ৫টি ছক্কা হাঁকান। এছাড়া মোহাম্মদ তানভীর ২৮,মো. ইয়াসিন ১৪ এবং নাহিদুর রহমান ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। রাইজিং জুনিয়রের পক্ষে শাহ পরান স্বাধীন ৩১ রানে ৪টি উইকেট নেন। ৩টি উইকেট পান হারুনুর রশিদ ১৫ রান দিয়ে। এছাড়া ১টি করে উইকেট পান তানভীর মল্লিক, শেখ নাহিদ এবং রাসিফ উদ্দিন খান।

জবাব দিতে নেমে রাইজিং স্টার জুনিয়র ৩০.৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে নেয়। ওপেনার খালেদ সাইফুদ্দিন ৩৩ রান করে আউট হন। রাসিফ উদ্দিন খান ৪৫ বল খেলে সর্বোচ্চ ৪১ রান করেন। ৪টি চার এবং ২টি ছক্কা ছিল তার ইনিংসে। পরবর্তীতে তানভীর কবির নাকিব অপরাজিত ৩০ এবং শেখ নাহিদ অপরাজিত ২৭ রান করলে দলের জয় নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ রেলওয়ের পক্ষে গৌতম বাওয়ালী ৩টি এবং আশিকুর রহমান ২টি উইকেট পান। রেলওয়ে ৬ খেলা শেষে ৯ পয়েন্ট পেয়েছে।

আজকের খেলা : উল্লাস ক্লাব বনাম সিটি কর্পোরেশন একাদশ গ্রিন।

পূর্ববর্তী নিবন্ধসিসিপিএ লিগে দক্ষিণ হালিশহর চেস্‌ ক্লাব লাল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধরোমাঞ্চের সাথে সাথে টেনশনও আছে