এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে শ্রীলংকা। কারন দুটি ম্যাচেই হেরেছে তারা। তাই আজ ভারতের বিপক্ষে লংকানদের ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার ম্যাচে পরিনত হয়েছে। কারন ভারত টানা দুই জয়ে ফাইনালে পৌছে গেছে। আর নিয়মরক্ষার সে ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে দুই ম্যাচ হেরে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে শ্রীলংকা। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ জিতে এবারের এশিয়া কাপ শেষ করতে চায় লংকানরা। ভারতের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে টুর্নামেন্টে অপরাজিত থাকা। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ভারত–শ্রীলংকা ম্যাচ। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে সুপার ফোরে উঠে শ্রীলংকা। কিন্তু সুপার ফোরে এসে পথ হারায় তারা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারে লংকানরা। এরপর পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে খেলার স্বপ্ন কঠিন করে ফেলে শ্রীলংকা। গতরাতে ভারতের কাছে বাংলাদেশের হারে এশিয়া কাপ থেকে শ্রীলংকার বিদায় নিশ্চিত হয়। কারন ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও ফাইনালে যাবার কোন সুযোগ নেই লংকানদের।
ফাইনালের আশা শেষ হয়ে গেলেও ভারতের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপের ইতি টানতে চায় শ্রীলংকা। দলের অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন সুপার ফোরে আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি। এজন্য সুপার ফোর থেকেই এবার এশিয়া কাপ শেষ করতে হচ্ছে আমাদের। তবে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করার সুযোগ আছে। শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব। ২০২৩ সালে সর্বশেষ এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে ভারতের কাছে হেরে রানার্স–আপ হয়েছিল শ্রীলংকা। তার আগে ২০২২ সালে টি–টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল লংকানরা।