সুপার ফোরে টানা দুই জয় বার্ডস এবং কর্ণফুলীর

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৯:৩৩ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোরের দ্বিতীয় খেলায় জয় পেয়েছে বার্ডস স্পোর্টিং ক্লাব এবং কর্ণফুলী ক্লাব। দুটি ক্লাবই সুপার ফোরে নিজেদের দুটি খেলায় জিতে শিরোপার পথে আছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকাল মঙ্গলবারের খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে এলিট পেইন্টকে পরাজিত করে। সুপার ফোরে এলিট নিজেদের প্রথম খেলাতেও হেরেছিল। টসে জিতে বার্ডস প্রথমে ব্যাট করতে পাঠায় এলিট পেইন্টকে। ২৭.৩ ওভার খেলে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় এলিট পেইন্ট। আরমান চৌধুরী সৈকত ৩০,সানি দাস ১৮ এবং হারুন রশিদ ১৮ রান করেন। অতিরিক্ত রান হয় ১৩। বার্ডসের পিপলু দে ৮ রানে ৪টি এবং নাজমুল হুদা রাকিব ১৩ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান মাসুদুজ্জামান এবং আবির চৌধুরী। জবাবে বার্ডস স্পোর্টিং ক্লাব ২২.২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তারা সংগ্রহ করে ৯৩ রান। ফারহান বিল্লাহ সাজিদ অপ.৩৮, আশফাক আহমেদ তৌকির ১৮,জাহেদুল হাসান অপ. ১৬ এবং মো. সাইফুদ্দিন কায়সার ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১০। এলিট পেইন্টের হারুন রশিদ ১২ রান দিয়ে ২ উইকেট পান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর খেলায় কর্ণফুলী ক্লাব ৫ রানে রাফা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। রাফা সুপার লিগে এনিয়ে টানা দুই খেলায় হারলো। লো স্কোরিং এ ম্যাচে টসে জিতে রাফা ব্যাট করতে পাঠায় কর্ণফুলীকে। কর্ণফুলী ৪০ ওভার ব্যাট করে ৯৮ রানে সব উইকেট হারায়। মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ফরিদ আহমেদ ১১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ১৯ থেকে। রাফা ক্লাবের আরিফ চৌধুরী ২২ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। এছাড়া মুবারশার আহমেদ ৩টি,ইয়াসিন আরাফাত ২টি উইকেট নেন। ১টি উইকেট পান মিলন হোসেন। জবাবে রাফা ক্লাবও শুরু থেকেই ধুকতে থাকে। ৪২ রানে তাদের ৭টি উইকেট পড়ে যায়। ৮ম উইকেট জুটিতে টেইল এন্ডার ব্যাটার হৃদয় হোসেন এবং শফিউল আকবর খেলা জুমিয়ে তোলেন। তারা ৪৫ রান যোগ করলে রাফার জয়লাভের সম্ভাবনা দেখা দেয়। কিন্তু দলীয় ৮৭ এবং ৯৩ রানের মাথায় প্রথমে শফিউল আকবর এবং পরে হৃদয় হোসেন রান আউটের শিকার হলে রাফার সম্ভাবনা শেষ হয়ে যায়। শফিল ১৩ এবং হৃদয় ৩৩ রান করেন। অতিরিক্ত রান হয় ১৩। ৪৭.২ ওভারে ৯৩ রানে অলআউট হয় রাফা। কর্ণফুলীর শাহী আদনান ১৮ রানে ৩টি উইকেট পান।
২টি করে উইকেট নেন ফাহিম ফয়সাল এবং মিজানুর রহমান। ১টি উইকেট পান মশিউর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসাকিবের সিদ্ধান্তের প্রশংসায় পাপন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২২.০৮ কোটি টাকা