সুপার ফোরে এলিট পেইন্ট

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়ে এলিট পেইন্ট রিক্রিয়েশন ক্লাব এ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। এতে করে প্রথম দল হিসেবে তারা সুপার ফোর পর্বে উত্তীর্ণ হলো। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এলিট পেইন্ট ১২২ রানের বড় ব্যবধানে মাদারবাড়ী উদয়ন সংঘকে পরাজিত করে। উদয়ন সংঘ এ নিয়ে টানা তিন খেলায় পরাজিত হলো। গতকাল টসে জিতে এলিট পেইন্ট প্রথমে ব্যাট করতে নামে। ৪৭.২ ওভার খেলে ২১৭ রান সংগ্রহ করে তারা অল আউট হয়। দলের পক্ষে রবিউল হাসান সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া শাহনেওয়াজ ৪৮,সানি দাশ ২২,রাশেদুল হক ১৭, জাহেদুল ইসলাম ১৪ এবং ইয়াসিন আরাফাত ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ২৮। মাদারবাড়ী উদয়ন সংঘের মো. তানজিদ ৪১ রান দিয়ে ৭টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট পান শাহাদাত হোসেন,ফকরুল ইসলাম এবং মো. হোসেন। মাদারবাড়ী উদয়ন সংঘ জবাব দিতে নেমে ৩৮.৫ ওভার খেলে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায়। কোন রান করার আগেই তাদের উদ্বোধনী জুটি ভেঙে যায়। দলের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২৫ থেকে। এছাড়া শাহাদাত হোসেন ২৩,মিজানুর রহমান ১৯ এবং শাহনেওয়াজ ১১ রান করেন। এলিট পেইন্টের আনোয়ার হোসেন,ফাহিম পারভেজ এবং রাশেদুল হক প্রত্যেকে ২টি করে উইকেট পান। ১টি করে উইকেট নেন সানি দাশ, রাফসান উদ্দিন,আরমান চৌধুরী এবং হারুনুর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট অনি স্মৃতি স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট ৩০ মার্চ শুরু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪১.৪১ কোটি টাকা