সুপার ফোরের প্রথম দল কোয়ালিটি ব্লুজ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১১:২১ পূর্বাহ্ণ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে কোয়ালিটি ব্লুজ প্রথম দল হিসেবে সুপার ফোরে উন্নীত হয়েছে। গতকাল মঙ্গলবার লিগের প্রাথমিক পর্বে গ্রুপ ‘এ’ এর খেলায় তারা ৫ উইকেটে আগ্রাবাদ নওজোয়ান গ্রীনের বিপক্ষে জয়লাভ করে। এ নিয়ে তারা গ্রুপের তিনটি খেলার তিনটিতেই জয়লাভ করে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হলো। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩৯ ওভার ৩ বল খেলে সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৬২ রান। তাদের এই সংগ্রহ কোয়ালিটি ব্লুজ টপকে যায় ৩৩ ওভার ৪ বল খেলে। ৫ উইকেটে ১৬৬ রান তুলে নেয় তারা।
আগ্রাবাদ নওজোয়ান গ্রীনের পক্ষে সর্বোচ্চ রান করেন মো. কাওসার। তিনি ৫৭ বলে ৬১ রান করে রিটায়ার্ড হার্ট হন। ৫টি চার এবং ৩টি ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া ওপেনার মো. নকী ২২,হুমায়ুন কবির ১৪,শফিউল হক ২৩, মো. আবদুল্লাহ জিবরার ১১ এবং ওসমান গনি ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১০। কোয়ালিটি ব্লুজের জাফর আলম সায়েম ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন সাকিব হোসেন এবং মো. নাইম। ১টি উইকেট পান তানিমুল ইসলাম।
কোয়ালিটি ব্লুজের পক্ষে মো. সবুজ ৭৯ বলে সর্বোচ্চ ৬০ রান করেন। ৯টি চার হাঁকান তিনি তার ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে জুনাইদ বিন মোস্তফার ব্যাট থেকে। ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ওপেনার জিসানুল কাদের ২০ এবং ওপেনার জিসাদ হোসেন ১৫ রান করেন। ইয়ামিন চৌধুরী ১১ রান করে আউট হন। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। আগ্রাবাদ নওজোয়ান গ্রীনের মো. ইমতিয়াজ ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন ওসমান গনি,শহিদুল ইসলাম এবং মুন্তাসির শাহরিয়ার।
গ্রুপ ‘বি’ এর খেলায় সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা ৪ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে। তিন খেলা শেষে সন্দ্বীপ উপজেলা ৬ পয়েন্ট পেয়েছে। তারা ২টি খেলায় জয় এবং ১টি খেলায় পরাজয় বরন করে। অন্যদিকে ক্রিসেন্ট ক্লাব তাদের তিনটি খেলার তিনটিতেই হার মানে। মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ক্রিসেন্ট ক্লাব ব্যাট করতে নামে। ৩২ ওভার ২ বল খেলে ১৫০ রান তুলে তারা অলআউট হয়ে যায়। দলের হয়ে ওপেনার আবু তাহিম আবির ৩৫,মো. হাসান ১২,ওয়াহিদ মুরাদ ১৫,সাইফ খান ২২ এবং আশরাফুল সম্রাট ১৭ রান করেন। অতিরিক্ত রান হয় ২৬।
সন্দ্বীপ উপজেলার আশরাফুল ৪টি, শাহরিয়ার জামিল ৩টি এবং জাহিদ হোসেন ২টি উইকেট পান। ১টি উইকেট নেন সাইদুর রাইয়ান। জবাবে সন্দ্বীপ উপজেলা ২২ ওভার ৩ বল খেলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলীয় ওপেনার ইমাম মেহেদী ১৪,সাজ্জাদ হোসেন ৪৪,তানভীর ১৪,শাকিল আহমেদ ১৪,শাহরিয়ার জামিল অপরাজিত ২৪ এবং আশরাফুল অপরাজিত ১৩ রান করেন। অতিরিক্ত রান হয় ১৩। ক্রিসেন্ট ক্লাবের ওয়াহিজদ মুরাদ ৩টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান আমিনুল হক ।
তুতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ ২টি খেলা অনুষ্ঠিত হবে। মহিলা কমপ্লেক্স মাঠে খেলবে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং ডবলমুরিং ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে খেলবে চিটাগাং ফুটবল ক্লাব(সিএফসি) এবং কাস্টমস এঙাইজ এন্ড ভ্যাট ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধমোস্তাফিজদের ম্যাচটি হবে মুম্বাইয়ে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৮.৬০ কোটি টাকা