সিজেকেএস–সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগের সুপার ফোরের খেলা আজ ২৮ জুলাই হতে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। আজ দুপুর ১.৩০ টায় সুপার ফোর পর্বের ১ম ম্যাচে কল্লোল সংঘ গ্রীণ বনাম আলোর ঠিকানা এবং বিকাল ৩টায় ২য় ম্যাচে সিটি টাইগারস বনাম রিজেন্সী এস সি পরস্পরের মোকাবেলা করবে।