সুপার ফোরের খেলা আজ শুরু

৩য় বিভাগ ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১১:১৪ পূর্বাহ্ণ

সিজেকেএসসিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগের সুপার ফোরের খেলা আজ ২৮ জুলাই হতে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। আজ দুপুর ১.৩০ টায় সুপার ফোর পর্বের ১ম ম্যাচে কল্লোল সংঘ গ্রীণ বনাম আলোর ঠিকানা এবং বিকাল ৩টায় ২য় ম্যাচে সিটি টাইগারস বনাম রিজেন্সী এস সি পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধফিদে শতবর্ষ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধইরাককে উড়িয়ে অলিম্পিকে টিকে রইলো আর্জেন্টিনা