সুপার থ্রিতে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব

সিডিএফএ কিশোর ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগে দ্বিতীয় দল হিসেবে সুপার থ্রিতে উন্নীত হয়েছে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের দ্বিতীয় খেলায় শোভনীয়া ৬-১ গোলের বড় ব্যবধানে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
আগের খেলায় কিষোয়ান স্পোর্টসের বিপক্ষে সৌভাগ্যপ্রসূত জয় পাওয়া হাটহাজারী উপজেলা এদিন কার্যত কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। খেলার শুরু থেকেই শোভনীয়া চেপে ধরে হাটাহাজারীকে। ফলে ১২ মিনিটেই এগিয়ে যায় শোভনীয়া। মাহিনুল হকের ক্রস থেকে হেড করে গোল করেন মিনহাজুল ইসলাম। ১৯ মিনিটে আবারো এগিয়ে যায় তারা। এবার গোল করেন মোশারফ হোসেন। তবে ২ মিনিট বাদে একটি গোল হজম করে তারা। ফ্রি কিক থেকে বল পেয়ে হাটহাজারীর আবদুর রউফ হেড দিয়ে গোল করেন। এসময় শোভনীয়া কিপার খানিকটা এগিয়ে যান। ফলে বল ঠিকমতো গ্রিপে নিতে পারেননি তিনি। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শোভনীয়া। দ্বিতীয়ার্ধে আর পেছন ফিরে তাকায়নি তারা। একের পর এক গোল করতে থাকে। দ্বিতীয় মিনিটেই শেফায়েত হোসাইন তৃতীয় গোল করেন। ৬ মিনিটে চতুর্থ গোল করেন মাহিনুল হক। ৯ মিনিটে আপন দাশ পঞ্চম গোল করেন। ২০ মিনিটে ৬ষ্ঠ গোল করেন মিনহাজুল ইসলাম। এ জয়ে সর্বোচ্চ ৪ পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব।
এদিকে গতকালের প্রথম খেলায় সান্ত্বনার জয় পেয়েছে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। তারা ১-০ গোলে পরাজিত করে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে। প্রথমার্ধের ২০ মিনিটে বিজয়ী দলের মো. সাগর এ গোলটি করেন। ‘এ’ গ্রুপের এ ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার ম্যাচ। কারণ এ গ্রুপ থেকে আগেই প্রথম দল হিসেবে সুপার থ্রিতে উন্নীত হয় আলোর ঠিকানা দল। কিশোর ফুটবল লিগে ‘সি’ গ্রুপের আজ দুটি খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। বিকাল ২.৩০টায় প্রথম ম্যাচে খেলবে সাউথ এন্ড ক্লাব এবং চান্দগাঁও স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় খেলায় অংশ নেবে আগ্রাবাদ নওজোয়ান গ্রীন এবং আবদুস সোবাহান ফুটবল দল। বিকাল ৪টায় এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধএইচপি ও ‘এ’ দলের সিরিজে নতুন সূচি
পরবর্তী নিবন্ধতালেবানের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় রাখবে ভারত