সুপার ওভারে স্বপ্নভঙ্গ বাংলাদেশ ‘এ’ দলের

এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ ‘এ’ দলের নবম উইকেটের পতন হলো যখন, তখনও প্রয়োজন তাদের ১৬ বলে ৩০ রান। পাকিস্তান শাহিনসের জয় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। তবে এক ওভারে তিন ছক্কায় হুট করেই বদলে গেল চিত্র। দুই পেসার আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডলের শেষ জুটির বীরত্বে ম্যাচ ‘টাই’ হয়ে গেল। আর লড়াই গড়াল সুপার ওভারে। সেখানে পেরে উঠল না বাংলাদেশ ‘এ’ দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান শাহিনস (এ দল)। ১২৫ রান তাড়ায় ৫৩ রানে ৭ আর ৯৬ রানে ৯ উইকেট হারানোর পর, শেষ জুটির নৈপুণ্যে লড়াই সুপার ওভারে নিয়ে গিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ ‘এ’দল। কাতারের দোহায় রোববার পেসস্পিনের যৌথ আক্রমণে পাকিস্তানকে ১২৫ রানে আটকে রাখে বাংলাদেশ। জবাবে একপর্যায়ে ৫৩ রানে ৭ ও ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যায় আকবর আলির দল। সেখান থেকে ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানের নৈপুণ্যে দুই দলের স্কোর হয় সমান। মূল ম্যাচে ২ ছক্কায় ১২ বলে ১৬ রান করা সাকলাইনকে সুপার ওভারে নামানো হয় হাবিবুর রহমান সোহানের সঙ্গে। আহমেদ দানিয়েলের প্রথম বলে সোহানের সিঙ্গলের পর ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন সাকলাইন। পরের ডেলিভারিতে ওয়াইড ও বাই থেকে বাউন্ডারি মিলিয়ে বাংলাদেশ পেয়ে যায় ৫ রান। কিন্তু তৃতীয় বলে জিসান আলম বোল্ড হলে ৬ রানেই থমকে যায় বাংলাদেশ।

সেমিফাইনালে সুপার ওভারে প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে ভারতকে শূন্য রানে আটকে দেওয়া রিপন এবার দারুণ কিছু করতে পারেননি। তার প্রথম দুই বলে আসে দুই রান। তৃতীয় বল ফুল টস পেয়ে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মারেন সাদ মাসুদ। পরের বলে এক রান নিয়ে উল্লাসে মেতে ওঠেন তিনি ও তার দল।

এর আগে বাংলাদেশ পাকিস্তানের ১২৫ রানের জবাবে ৯ উইকেটে ১২৫ রান করতে সমর্থ হয়। জবাব দিতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেন দলের স্বীকৃত ব্যাটাররা। সোহানের ২৬ এর পর জিসান ৬, মাহিদুল ০, ইয়াসির ৮, আকবর ২, মাহফুজুর ৩ রান করে একের পর এক বিদায় হতে থাকেন। শেষ দিকে মেহরব ১৯ এবং রকিবুল খেলা কিছুটা জমিয়ে দেন। রকিবুল ক্যাচ দিয়ে ফিরে গেলে শেষে ম্যাচটা ধরেন সাকলাইন এবং রিপন মন্ডল। সাকলাইন ১৬ এবং রিপন ১১ অপরাজিত থেকে ম্যাচ টাই করেন। পাকিস্তানের মুকিম ৩টি,মিনহাস ও দানিয়েল ২টি করে উইকেট নেন।

শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করে পাকিস্তান ‘এ’ দল। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ইয়াসির খান। তিনে নামা মোহাম্মদ ফায়েকও ডাক খেয়ে ফিরেন। ২ বল খেলে মেহেরবের বলে বোল্ড হয়েছেন তিনি। এরপর গাজি ঘুরি, মায সাদাকাতরা উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তাতে ৪৯ রানে ৪ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। মাঝের ওভারগুলোতে স্পিনাররা দারুণ বোলিং করেন। বিশেষ করে রাকিবুল ও রাব্বি। তাদের ঘূর্ণিতে খুব বেশি রান তুলতে পারেনি পাকিস্তান। শেষদিকে দারুণ বোলিং করেন রিপন। ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ফলে সবমিলিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের হয়ে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন রিপন। এ ছাড়া ১৬ রানে ২ উইকেট পান রাকিবুল। একটি করে উইকেট নেন মেহেরাব, জিশান ও সাকলাইন।

পূর্ববর্তী নিবন্ধচারুকলা শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ বাংলাদেশের