সুপারি মজানোর গর্তে নেমে দুই ভাইয়ের মৃত্যু

হাসপাতালে ৪ জন

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে একটি গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়া একই ঘটনায় আরো ৪ জন অসুস্থ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মাহিন উদ্দিন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. শফি (৫২) ও মো. শহিদুল্লাহ (৪২) একই এলাকার ছালে আহম্মদের পুত্র। শফি দীর্ঘদিন ধরে সুপারির ব্যবসা করে আসছিলেন এবং শহিদুল্লাহ প্রবাসী। তিনি আগামি রোববার আবারও প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল। এছাড়াও অসুস্থ হয়ে পড়া ৪ জন নিহতদের প্রতিবেশি।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহতদের ঘরের সামনে সুপারি প্রক্রিয়াজাত (মজানো) করার একটি ১০১২ ফিটের গর্ত করে গুদামের মত করা হয়েছে। কাচা সুপারিকে মজানোর জন্য পানি দিয়ে এ গর্তের মধ্যে রাখা হয়। গতকাল নতুন সুপারি আনা হয়েছিল। আগের সুপারি তোলার জন্য সেখানে নামার পর ২ ভাইয়ের মৃত্যু ঘটে। এছাড়াও তাদের উদ্ধার করতে গিয়ে আরো ৪ জন অসুস্থ হয়েছেন। তারা সকলে চমেকে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ জন মহিলা ও ৫ জন পুরুষকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে প্রেরণ করেছে। এ সময় কয়েকজনের জ্ঞান ছিলো না। একটি গর্তে সুপারি রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। গর্তটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে, অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধযত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব
পরবর্তী নিবন্ধসোমবার থেকে সিরিয়ালে চলবে লাইটারেজ জাহাজ