সুপারি ওয়ালা পাড়ায় কম্বল বিতরণ

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

ডবলমুরিং থানা বিএনপির সংগঠক সুফি মুহাম্মদ ইব্রাহীমের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ২৩নং ওয়ার্ড বিএনপির নেতা মুসলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ক্লান্তিলগ্নে, যেকোনো দুর্যোগে, জনগণের পাশে থাকে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট মান্নান, ২৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, এ এস এম নাসির, আমির উদ্দিন বাবুল, মোঃ শাহজাহান, মোজাহের খান, আব্দুল করিম সেলিম, শায়েস্তা খান, বাদশা সিদ্দিকী, নাসির খান, জাহাঙ্গীর, সালেহ আহমদ, আব্দুল, আজিজ, সাবেক ছাত্রনেতা মোঃ ইফাজ খান, ডবলমুরিং থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, যুবদল নেতা মোহাম্মদ ফারুক, মুরাদ উদ্দিন, আলমগীর, মোঃ দেলোয়ার, জাহিদ, মাহবুব আলম, মোহাম্মদ ওয়াসিম, সোহাগ হোসেন, মাসুদ, সুমন, ইসলাম, সোহেল, আজিজ, ফেরদৌস, শফি, ছাত্রদল নেতা তাহসিন, মহিলা নেত্রী পারভিন আক্তার চৌধুরী, আক্তার বেগম, সানু, শারমিন, হাসিনা, মনোয়ারা বেগম, নুরজাহান, রাবেয়া, সুমি, খালেদা, নুর নাহার, কুলসুমা, শাহাজাদী, শাহনাজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুরাতন গীর্জা ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা