সুন্নি মতাদর্শীদের ঐক্যবদ্ধ হয়ে মানব কল্যাণে কাজ করতে হবে

ফরহাদাবাদে সুন্নি সম্মেলনে বক্তারা

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে গাউসে জমান আল্লামা শাহ্‌ সূফি হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্‌ (রহ.) এর ওরশ উপলক্ষে সুন্নি সম্মেলন গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মুহাম্মদ মুছা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আনজুমান, জামেয়া ও গাউসিয়া কমিটির মুখপাত্র গবেষক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। উদ্বোধক ছিলেন রাজনীতিবিদ আলহাজ সৈয়দ আজম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আল্লামা হাফেজ মুনিরুজ্জামান আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন ডা.মুহাম্মদ নিজাম মোরশেদ চৌধুরী, মুহাম্মদ নুরুল আবছার দুলাল, ব্যাংকার মুহাম্মদ নুরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সুন্নি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ ইয়াকুব মিয়া। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মুহাম্মদ গোলাম কিবরিয়া, মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের। বক্তারা বলেন, সুফিবাদি তরিকতপন্থি মানুষই এদেশে সংখ্যাগরিষ্ঠ। অথচ অনৈক্যবিভাজনের কারণে তারা পিছিয়ে পড়েছে। আজ সময় এসেছে সুন্নি মতাদর্শী তরিকতপন্থি সুফিবাদি জনতার মহাঐক্য ও জাগরণ গড়ে তোলার। বিদ্বেষভেদবিভেদ ভুলে সুন্নি মতাদর্শীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সেবায় এবং গণমানুষের কল্যাণে উৎসর্গীত হতে হবে। প্রধান অতিথি বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রাখতে সুন্নি উলামা ছাত্র জনতার বহুমুখী প্রভাব বলয় গড়ে তুলতে হবে। না হয় নিগৃহ বঞ্চনা থেকে মুক্তি মিলবে না। মুহাম্মদ সিরাজ উদ্দিন ও মুহাম্মদ অহিদুল আলমের পরিচালনায় আলোচক ছিলেন মাস্টার মাহাবুবুল আলম, ডা. , পক,এম, জসিম উদ্দিন, মুহাম্মদ জোবায়দুল আলম কোম্পানি, মুহাম্মদ তহিদুল আলম কোম্পানি, মুহাম্মদ আবদুর রহিম মুনিরী, মুহাম্মদ নুরুচ্ছাফা, মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ ইউসুফ মিয়া, মুহাম্মদ নুরুল আবছার, আবু আহমদ সেয়ান, ইদ্রিস সেয়ান, মাস্টার মাহাবুবুল আলম, কাজী ম্‌ঈন উদ্দিন, কাজী সৈয়দুর রহমান, মাওলানা মঞ্জুর মিয়া, আবু আহমদ মাস্টার, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ এনামুল হক, প্রমুখ। মিলাদ ও কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ ওয়ার্ড বিএনপির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধীকে অনুগ্রহ নয়, দিতে হবে যথাযোগ্য সম্মান