চট্টগ্রাম নগরীর মধ্যম গোসাইলডাঙ্গাস্থ হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে দরসুল কোরআন সম্পন্ন হয়েছে। এতে কোরআন থেকে দরস পেশ করেন মসজিদের খতিব মাওলানা তাওহিদুল আলম রিয়াদ।
অনুষ্ঠানে বক্তার বলেন, সত্যিকারের অর্থে কোরআন–সুন্নাহর বিকৃতি রোধ ও সুন্নীয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে দরসুল কোরান মাহফিলের ভূমিকা অনস্বীকার্য। তাই জাতীয় জীবনে মহান ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআনের সঠিক চর্চা ও যথাযথ অনুশীলনের মাধ্যমে পথভ্রষ্ট মানুষদের সঠিক পথের দিশা দানে দরসুল কোরআন মাহফিল ইসলামী সংস্কৃতির এক অনন্য সংযোজন বলেও মন্তব্য করেন বক্তারা। ১৫ পর্বের আলোচনা শেষে গত মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে এমআর ট্রেডিংয়ের সৌজন্যে ৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা নেজাম, হাফেজ শাহাদাত, আবুল কালাম, আবদুল লতিফ, হাজী রফিক, মহসিন, মুখতার, মনির, কুতুব, রকিব, জুয়েল, হেলাল, যায়েদ, সিরাজ, নজরুল, জাভেদ, প্রমুখ।