মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (মজিআ) বলেছেন, ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম। ইসলামে হিংসা, হানাহানি ও জঙ্গিবাদের কোন স্থান নেই। সুন্দর, মানবিক, সাম্য ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা অপরিহার্য। অপসংস্কৃতির প্রচার ও প্রসার রোধে এবং জঙ্গিবাদের মূল উৎপাটনে মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগরের নব নির্বাচিত কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। গত ১১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে পবিত্র ফাতেহা ইয়াজদাহম ও মইনীয়া যুব ফোরাম মহানগরের পরিচিতি সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মইনীয়া যুব ফোরাম মহানগরের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন রাজিবের সঞ্চালনায় ও সিনিয়র সহ সভাপতি সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল হাসানীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ ছিলেন খলিফা মহসীন চৌধুরী, সভাপতি বোরহান উদ্দীন, জসীম উদ্দীন, আবদুল কাদের, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, সালাউদ্দীন বাবর প্রমুখ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ মো. আসলাম হোসেন, মহানগরের সভাপতি নোমান উদ্দীন রাজিব, উপদেষ্টা মিজানুর রহমান, খোরশেদ আলী, রিপন, মো. আমীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।