সুন্দর জন

মোহাম্মদ গিয়াসউদ্দিন | শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

এ জগতে আছে কিছু সুন্দর জন

নিজ কষ্ট দুঃখ দূরে রেখে

পরের কষ্ট লাঘবে দেয় মন

অন্যের মুখে হাসি ফুটবে বলে

পরের সুখের মাঝে তারা যেন

খুঁজে পায় শান্তি । কতনা মহৎ,

কতনা দরদী তারা, তারাই

মানুষের প্রাণের সখা, মানবতার

সুজন, যুগে যুগে কালে কালে!

তাদের জন্যে আমার অফুরন্ত

ভালবাসা ! হতে পারে সে মানব

হতে পারে সে মানবী।

জগৎ বলে ধন্য তাদের।

বিজয় মাল্য তাদেরই প্রাপ্য।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধপ্রকৃতিতে এসেছে শরৎ