সুন্দরে বাঁচি

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

তোমাকে ভালোবাসি তাই

আগুনঝরা চৈত্র দুপুরে

পিপাসিত পাখির কান্না শুনে

কার্নিশে রাখি এক পেয়ালা জল।

 

তোমাকে ভালোবাসি তাই

নুয়ে পড়া বেলি ফুলের চোখে

দেখি অসহায় আহ্বান

উপড়ে ফেলি নিঃশব্দ শত্রু, বিষের বীজ।

 

তোমাকে ভালোবাসি তাই

সারি সারি মেঘের সাথে

রোদ্দুরে খেলি শৈশবের

গোল্লাছুট, হাডুডু, খেঁকশিয়ালের বিয়ে খেলা।

 

তোমাকে ভালোবাসি তাই

স্বার্থে গড়া আপন মুখের

অকৃতজ্ঞ চোখের কুয়াশা পেরিয়ে

হাসি রাখি ঠোঁটের কোণে, হৃদয়ে উপেক্ষা।

 

তোমাকে ভালোবাসি তাই

গাজার শিশুর কান্নায় থমকে যাই

চাপা দিই সকল প্রচারমাধ্যম,

বন্ধ করি ফেসবুক, প্রতি ঘণ্টার বুলেটিন

জেনে শুনে নীরবতায় উচ্চারণ করি প্রতিবাদ।

 

আমি সুন্দরকামী

আমি সুন্দর ভালোবাসি

আমি সুন্দরে বাঁচি, প্রতিবাদ করি অন্ধকারের

আর নিজের ভেতরেই গড়ে তুলি

একটা ছোট্ট, দীপ্তিমান পৃথিবী

সুন্দর আর ভালোবাসায় পূর্ণ এক মানুষ হয়ে বাঁচি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ ইসমাইল হোসেন সিরাজী : মুসলিম পুনর্জাগরণের কবি
পরবর্তী নিবন্ধকদমফুলের চিঠি