সুনামগঞ্জের জেলা প্রশাসকের নিকট চসিকের ত্রাণ সামগ্রী হস্তান্তর

| শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ১০:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের বন্যার্তদের বিতরণের জন্য চসিক প্রেরিত দুই হাজার প্যাকেট শুকনো খাদ্য সামগ্রী গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের নিকট হস্তান্তর করা হয়। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর প্রেরিত এই খাদ্য সামগ্রী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসীম ও আবদুস সালাম মাসুমের টিম জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন। জেলা প্রশাসন এই খাদ্য সামগ্রী বন্যা দুর্গত জনসাধারনের মাঝে বিতরণ করবেন।
খাদ্য সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান, চসিকের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে কোরবানির মাংস বিতরণ