সুদানে ধর্মঘটে কাঁদানে গ্যাস নিক্ষেপ, আটক অনেকেই

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:২১ পূর্বাহ্ণ

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ মিছিলে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত মাসে অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পরই বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ। ক্রমেই সে বিক্ষোভ তীব্র আকার ধারণ করছে আফ্রিকার এ দেশটিতে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ বিক্ষোভকারী নিহত ও ৩০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রবিবার রাজধানী খার্তুমে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে কয়েক ডজন শিক্ষক সামরিক সরকার চাই না, বেসামরিক প্রতিনিধিদের হাতে ক্ষমতার হস্তান্তর চাই লেখা ব্যানার নিয়ে সমাবেশ করেন। মোহাম্মদ আল-আমিন নামের একজন ভূগোলের শিক্ষক বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে সামরিক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কিন্তু পুলিশ এসে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ থেকে ব্যানার ছিনিয়ে নেয় ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে সুদানের শিক্ষাবিদদের একটি সংগঠন জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষককে ঘটনা স্থল থেকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে স্পেনে ঢোকার চেষ্টা, ৪ ঘণ্টা বন্ধ বিমানবন্দর
পরবর্তী নিবন্ধগ্লাসগোতে বিক্ষোভ সম্মিলিত পদক্ষেপ দাবি