সুদহার ১৪ শতাংশের বেশি হবে না : ব্যবসায়ী নেতাদের গভর্নর

| শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৮:৫৩ পূর্বাহ্ণ

ব্যাংকঋণের সুদহার বাজারভিত্তিক করা হলেও তা ১৪ শতাংশের বেশি হবে না; ডলারও ১১৭ টাকায় পাওয়া যাবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর গভর্নরের কাছ থেকে এমন আশ্বাস এসেছে। বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সাংবাদিকদের একথা বলেন। খবর বিডিনিউজের।

সুদহারে বারবার পরিবর্তন এবং ডলারের দামে ওঠানামার কারণে ব্যবসার নীতি নির্ধারণ ব্যাহত হচ্ছে; অনেক শিল্প প্রতিষ্ঠান বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে, অনেকে ঋণ খেলাপি হয়ে পড়ছেন বলে গভর্নরকে অবহিত করার কথা তুলে ধরেন তিনি। এফবিসিসিআই সভাপতি বলেন, ঋণের উচ্চ সুদহার এবং ডলার সংকট ও উচ্চমূল্যের কারণে কোনো কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং ঋণখেলাপিতে পরিণত হচ্ছে। এসব বিষয় বৈঠকে গভর্নরের কাছ তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের পক্ষ থেকে ডলার রেট ১১৭ টাকায় রাখার দাবি জানানো হয়। গভর্নর বলেছেন, ডলারের দাম ১১৭ টাকার সর্বোচ্চ ১ টাকা কম বা বেশি করতে পারবে ব্যাংক।’ এছাড়া ব্যাংকের সুদের হার ১৪ শতাংশের বেশি যেন না হয় সে বিষয়েও বৈঠকে কথা হয়েছে বলে জানান এই ব্যবসায়ী নেতা। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি বাংলাদশে ব্যাংকের মুখপাত্র।

পূর্ববর্তী নিবন্ধশারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাওলানা মীর মাহবুবুল আলম মুনিরীর (রহ.) ওরশ ২০ মে