শত বিবর্তন, নানা ঝড় ঝাপটার প্রতিকুলতা অতিক্রম করে একমাত্র সংবাদ বাহন দৈনিক পত্রিকা চট্টগ্রামের দৈনিক আজাদী। ফুলে ফলে নিসৃত নীরবে সময়ের উপখ্যানকে ভালো ধারণ করতে পারে বলেই দৈনিক আজাদী এতো জয়গান ও জনপ্রিয়। সব উপাদানে সন্তুষ্ট করতে পারেন সকল মনের মানুষকে। নিউজ প্রকাশে ও শিল্প সংস্কৃতির প্রতি আছে যত্ন সহকারে প্রচারে আলাদা টান। মানুষ মানুষের জন্য এই আভিধানিক মূলমন্ত্রে পথকে করে আরো সুবিস্তৃত ও বরণ্য।
দৈনিক আজাদী সৃষ্টি করেছে অনেক কবি, লেখক, গল্পকার প্রাবন্ধিক ও সৃষ্টিশীল মানুষ। সংস্কৃতির লালনে গড়ে তুলেছে পারস্পরিক সৌহার্দ্য ভালোবাসা ও সম্প্রীতির সেতুবন্ধন। দুঃসহ মানুষের ভালোবাসায় সাজিয়ে দেয় চমকপ্রদ কার্যপ্রণালী। এই যেমন এবার ভয়াবহ বন্যা দুর্গতের জন্য গঠন করেন ত্রাণ তহবিল। সামাজিক কার্যক্রমে অদম্য ভূমিকা রাখেন সবসময়। যা জুড়ি মেলা ভার। ৬৫ বর্ষ অতিক্রম করেও দৈনিক আজাদীর পালে যৌবনের তরঙ্গ। জয় হোক চট্টগ্রামের সুখপাঠ্য পত্রিকা দৈনিক আজাদী।
অভিনন্দন দৈনিক আজাদী।