সীমান্তে বেড়া দেওয়ার পাকিস্তানি উদ্যোগে বাধা তালেবানের

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

আফগানিস্তান ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর নিরাপত্তা বেড়া দেওয়ার উদ্যোগে বাধা দিয়েছে তালেবান সৈন্যরা। খবর বিডিনিউজের।
বুধবার আফগানিস্তানের কর্মকর্তারা একথা জানিয়েছেন। কাবুলের আপত্তি সত্ত্বেও পাকিস্তান দুই দেশের মধ্যবর্তী ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের অধিকাংশ অংশে বেড়া তুলে দিয়েছে। ব্রিটিশ আমলে নির্ধারণ করা এই সীমান্তের কারণে ওই অঞ্চলের বহু পরিবার ও গোত্র দুই দেশের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। এই সীমান্ত নিয়ে কাবুলের তীব্র আপত্তি আছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়ারাজমি বলেছেন, রোববার নানগারহার প্রদেশের পাশে পাকিস্তানি সামরিক বাহিনী একটি অবৈধ সীমান্ত বেড়া তোলার সময় তালেবান বাহিনী তাদের থামিয়ে দেয়। ঘটনাটিকে তেমন গুরুত্ব না দিয়ে সবকিছু স্বাভাবিক আছে বলে দাবি করেছেন তিনি। আর এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি পাকিস্তান সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা গেছে, তালেবান সৈন্যরা কাঁটাতার জব্দ করেছে আর তাদের এক উর্ধ্বতন কর্মকর্তা নিকটবর্তী নিরাপত্তা পোস্টে থাকা পাকিস্তানি সৈন্যদের সতর্ক করে সীমান্তে ফের বেড়া দেওয়ার চেষ্টা না করতে বলছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যের গাড়ি ছিনতাই
পরবর্তী নিবন্ধসংক্রমণ বাড়ায় লকডাউনে চীনের শিয়ান