বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নাম তারিক উদ্দিন (১৮)। গতকাল সোমবার দুপুরে দেড়টায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ফুলতলী এলাকায় কাঁটাতার ঘেঁষা শূন্যরেখায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এ সময় সীমান্ত থেকে চোরাই পথে মিয়ানমার থেকে পাচার করা গরু আনতে যাওয়া এক বাংলাদেশি তরুণ তারিক উদ্দিনের পা উড়ে গিয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহত তরুণকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছে। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলান মহিষকুম গ্রামের আহমদ রশিদের ছেলে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে তরুণের পা ক্ষতবিক্ষতের খবর পেয়েছি। আহত তরুণ কঙবাজারের রামুর বাসিন্দা। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখাশোনা করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সীমান্ত পথে মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাই গরু আনতে যায় বাংলাদেশি পাচারকারী একটা সিন্ডিকেট। পাচারকারীদের সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গারা জড়িত। মিয়ানমার থেকে গরু আনতে গিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমার বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার করে সিন্ডিকেট। নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া বাজার থেকে এসব মালামাল পাচারের পাশাপাশি ওপার থেকে গরুর সঙ্গে আসছে ইয়াবাসহ মাদকদ্রব্য। নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী, আশারতলী জামছড়ি, চাকঢালা, লেমুছড়ি, ঘুমধুম ও তুমব্রু এলাকা দিয়ে চলছে চোরাচালান।