সীমান্তে ঝুঁকি থাকলেও সরকার প্রস্তুত : কাদের

| মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

মিয়ানমারে চলমান অস্থিরতার কারণে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি থাকলেও, সব সামলে নিতে সরকার প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মিয়ানমারের যে অস্থিরতা বিরাজ করছে, সে কারণে সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে, হতে পারে, আমরাও প্রস্তুত আছি।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন কাদের। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পাওয়ার গুরুত্ব তুলে ধরে কাদের বলে, বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন নিয়ে সমালোচনামুখর ছিল বহির্বিশ্বের একটা অংশ। তারপরও আজকে এই সংকটে সিকিউরিটির মত সেনসেটিভ ইস্যুতে নিমন্ত্রণ করা এবং গুরুত্বপূর্ণ বক্তব্যে অংশ করা, এটা বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে। যেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে, শান্তির পক্ষে জোরালো বক্তব্য রাখেন। সবচেয়ে বেশি জোরালো বক্তব্যআগে কোনো নেতা এই দুঃসাহস দেখাতে পারেননি। ‘স্টপ জেনোসাইড ইন গাজা’। এখানে শেখ হাসিনার সাহসী কূটনীতিই আমরা দেখলাম। খবর বিডিনিউজের।

মুক্তিযুদ্ধের আদর্শ ও সার্বভৌমত্বে ‘আওয়ামী লীগ আঘাত করেছে’বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে কাদের বলেন, কোনো বিবেকবান রাজনীতিবিদ এ কথা বলতে পারেন না। এটা হচ্ছে পাগলের অসংলগ্ন প্রলাপ। বিএনপি রাজনীতিতে মিথ্যাচার, তাদের রাজনীতিতে মিথ্যাচার অপরিহার্য। মিথ্যাচার তাদের চিরাচরিত ধারাবাহিকতা। তাদের সাথে জনগণও নেই, দলের কর্মীরা নেই। এজন্য কথামালার চাতুরি তারা করছে। গোয়েন্দা সংস্থা দিয়ে জাতীয় পার্টিকে ভাঙা হচ্ছেবিএনপির এমন অভিযোগ নিয়ে কাদের বলেন, জাতীয় সংসদে যারা বিরোধী দল, তারা সংসদ সদস্য। এর বাইরের দল নিয়ে আমাদের মাথা ঘামানো কিংবা উদ্বেগের কিছু নেই।

বাজার পরিস্থিতি নিয়ে সরকারের এই মন্ত্রীর ভাষ্য হল, কিছু কিছু জিনিসের দাম বাড়ছে, কিছু কিছু জিনিসের দাম কমছে। কমে যাওয়ার প্রবণতাও আছে। বিশ্ব প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্য বাড়ছে বলে সরকার এখানে কোনো উদাসীনতা দেখায়নি। সক্রিয় আছে, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় হয়ে বসে নেই, যা করণীয় অবশ্যই করছি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধগারাংগিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও মাহফিল