মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে বাংলাদেশের সীমান্তে গোলাবারুদ, অস্ত্র উদ্ধারসহ নানা ঘটনায় আতঙ্ক যেন কাটছেনা স্থানীয়দের।
এমন পরিস্থিতিতে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্ত পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।
পরিদর্শনকালে সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। সীমান্তের কাছাকাছি বসবাসরতদের নিরাপত্তায় পুলিশসহ বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তারা।
পরিদর্শনকালে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।