সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন পরীক্ষা চালু

দুই ঘণ্টায় মিলবে রিপোর্ট

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

দ্রুত করোনা রোগী শনাক্তে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন পরীক্ষা চালু করা হয়েছে। গতকাল বুধবার অ্যান্টিজেন পরীক্ষার প্রথম দিনে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে জানিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।
তিনি বলেন, আগে আমরা করোনার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডিতে পাঠাতাম। সেখান থেকে রিপোর্ট আসা সাপেক্ষেই আমরা রোগীদের ফলাফল জানাতে পারতাম। কিন্তু আজ (বুধবার) থেকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করে এখানেই পরীক্ষা করা হয়েছে। প্রথমদিনে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ হয়েছে। অ্যান্টিজেন পরীক্ষায় দুই ঘণ্টায় রিপোর্ট দিতে পারায় নমুনা দেওয়া রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধমহামারীকালের দ্বিতীয় বাজেট পাস
পরবর্তী নিবন্ধকঠোরভাবে বিধি-নিষেধ প্রতিপালন করুন