সীতাকুণ্ড যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড মুরাদপুরে যুবলীগ নেতা মুসলিম উদ্দিন হত্যা মামলার এক নম্বর আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার গভীর রাতে মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে আলতাফ হোসেন ওরফে জিহান (১৯) ও সাইফুল ইসলাম ওরফে রাকিব (২০)। গ্রেফতারকৃত রাকিব মুসিলম হত্যা মামলার এক নম্বর আসামি ও জিহান তিন নম্বর আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর।

তিনি বলেন, মুসলিম হত্যা মামলার পর থেকে আসামিদের মধ্যে এ দুজন এতদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থানের কথা জানতে পেরে শনিবার গভীর রাতে মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার এক নম্বর আসামি রাকিব ও তার সহযোগী জিহানকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে তাদের।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধট্রেকদের ফাস্ট প্রটোকল সার্টিফিকেট দিল সিএসই