সীতাকুণ্ড মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে তিন ডাকাত গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ at ১০:৩৬ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের সিরাজ ভুইয়া রাস্তার মাথা নামাক এলাকায় ডাকাতির চেষ্টাকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হল সীতাকুণ্ড ভাটেরখীল এলাকার সাইমান (২৩), বাড়বকুণ্ড ইউনিয়নের নুর হোসেন (২০) ও সোনাইছড়ি ইউনিয়নের রাকিব (২৪)।

বুধবার (২৬ মারর্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মজিবর রহমান বলেন, বুধবার মধ্যরাতে গ্রেফতারকৃত ডাকাতরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা নামক এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল গাড়িতে ডাকাতির পরিকল্পনা করছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে তখন ধাওয়া করে ৩ জন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি, বালি আর্কেডে ভোক্তার অভিযান
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের