সীতাকুণ্ড প্রেসক্লাব আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব মাঠে মাসব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ ও সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বণিক। এছাড়া উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত হোসাইন ও এম সেকান্দর হোসাইন, সাংবাদিক জহিরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, নির্দেশ বড়ুয়া, জাহেদুল আনোয়ার চৌধুরী, কামরুল ইসলাম দুলু, আবুল খায়ের, সঞ্জয় চৌধুরী, কৃষ্ণ চন্দ্র দাশ, ইকবাল হোসেন রুবেল প্রমুখ। মাসব্যাপী আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৭টি দল অংশ গ্রহণ করছে।